নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো টাঙ্গাইল জেলার শীর্ষ বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছরের তুলনায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ছিল বিশেষ চমক। শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে মধুপুর শহীদ স্মৃতি মাঠে উপস্থিত হয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুইবার শিরোপা বিজয়ী দল ওয়ালটন সেন্ট্রাল জোনের পুরো টীম।
জাতীয় ক্রিকেটারদের সান্নিন্ধ্য পেয়ে আনন্দে উদ্দীপনায় চমৎকার একটি দিন পার করেছে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রিয় ক্রিকেটারদের সাথে সেলফি তোলা আর অটোগ্রাফ নেয়ার সুযোগ হাতছাড়া করেনি কেউ।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মোঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডর সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
আমন্ত্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন সেন্ট্রাল জোন স্কোয়াডের শামসুর রহমান, সাইফ হাসান, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান, শুভাগত হোম, তানভীর হায়দার, মোশাররফ হোসেন রুবেল, শহীদুল ইসলাম, আব্দুল মজিদ, শাহাদাত হোসেন রাজীব, মোহাম্মদ শরীফউল্লাহ, জাকির আলী অনিক, দেওয়ান সাব্বির ও মোঃ শরীফ প্রমুখ।