ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



মধুপুরে লাভা মেয়র কাপ ক্রিকেট লিগের জয়ী মধুপুর কলেজ রাইডার্স

Print Friendly, PDF & Email

এসএম সবুজ, নিজস্ব প্রতিনিধি : ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ‘লাভা-মেয়র কাপ ক্রিকেট লিগ ২০১৬’-এর জমজমাট ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচে মধুপুর কলেজ রাইডার্স জয়ী হয়েছে।

16251724_1340242022704673_5283322849033103827_o

শনিবার (২৮ জানুয়ারি) মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ডের ইয়ং স্টারকে ১৯ রানে হারিয়ে মধুপুর কলেজ এই লিগের প্রথম আসরে জয়ী হয়।

16251748_1340241276038081_6181077647477414696_o

টস জিতে মধুপুর কলেজ রাইডার্স ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। ১৬৯ রানের টার্গেটে মাঠে নেমে ইয়ং স্টার ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মধুপুর কলেজের জোনাইদ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন একই দলের নাজিম উদ্দিন। চ্যাম্পিয়ান ও রানারআপ দলের কাছে কাপ তুলে দেন মেয়র মাসুদ পারভেজ।

মেয়র কাপ ক্রিকেট লিগ ২০১৬  এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-১ আসনের মাননীয় সাংসদ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

ফেসবুক মন্তব্য