ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



নাগরপুরে মাদক সম্রাট মামুন আটক

Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের নাগরপুরে ১৪৭ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট হাসান আল মামুন(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার দুয়াজানী গ্রামের রেজাউল হক রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন যাবত নাগরপুর সরকারি কলেজ এরিয়াসহ উপজেলার বিভিন্ন স্পটে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে এএসআই ফারুক তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সম্রাট মামুনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক সম্রাট মামুনকে আটকের সত্যতা স্বীকার করে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা জানান, মামুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

ফেসবুক মন্তব্য