নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার সন্ধ্যায় ৫শ’ গ্রাম গাঁজা সহ জমিরন বেওয়া (৬০) নামের এক বৃদ্ধাকে আটক করেছে দেলদুয়ার থানা পুলিশ। তার বাড়ি পাথরাইল ইউনিয়নের কৈজুরি গ্রামে। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এসয় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ৫শ’ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। রবিবার সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে