নিজস্ব প্রতিনিধি, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে মঙ্গলবার ভোরে উপজেলার বল্লা পোস্ট অফিসপাড়া থেকে ৩.৫০ গ্রাম হেরোইন ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুব ওরফে পিচ্চুকে (২৩) গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
ইউসুব ওরফে পিচ্চু উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়ার সিরাজুল হকের ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ৩.৫০ গ্রাম হেরোইন ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।