ঢাকা শনিবার, জুন ৩, ২০২৩

Mountain View



কালিহাতীতে ব্রিজের পাটাতন ভেঙে ভারি যান চলাচল বন্ধ

Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলাধীন রৌহা সেতুর পাটাতন উঠে গেছে। ফলে রোববার রাত থেকে ভারী যানচলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের ১২টি সেতুর মধ্যে ৮টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ রৌহা সেতুর পূর্ব পাশের পাটাতন উঠে গেছে। ফলে সড়ক দিয়ে মালবাহী ও যাত্রীবাহী যানবাহনগুলো চলাচল করতে পারছে না। সিএনজিচালিত অটোগুলো জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে চলাচল করছে।

এদিকে এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত এই সড়কে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন রাজাবাড়ি ব্রিজ, রৌহা ব্রিজ, ফুলতলা ব্রিজ, সয়া ব্রিজ, নারান্দিয়া বাসস্ট্যান্ড ব্রিজ, সিংগুরিয়া ব্রিজ, কাগমারী পাড়া ব্রিজ, শিয়ালকোল ব্রিজ দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

কোনো কোনো ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গেছে। আবার কোনো ব্রিজের মাঝখানে গর্ত হয়ে গেছে। আবার কোনোটার অবস্থা একেবারে নাজুক।

এই সড়কে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইলসহ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করেন। তারাকান্দি সার কারখানার মালামাল আনা নেয়ার প্রধান সড়ক এটিই।

এছাড়া টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে প্রতিনিয়তই এই সড়ক ব্যবহার করে। বঙ্গবন্ধু সেনানিবাসের কর্মকর্তা-কর্মচারী নিয়মিতভাবেই এলেঙ্গা-ভূঞাপুর সড়কে যাতায়াত করেন। ফলে সড়কটি বন্ধ থাকার কারণে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে।

কিছুদিন আগে সয়া ব্রিজ ভেঙে পড়লে কয়েকদিন যান চলাচল বন্ধ থাকে। সেখানে নিম্নমানের বেইলি ব্রিজ স্থাপন করে টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগ। দায়সারাভাবে এ কাজ করায় বেইলি ব্রিজটি আবারও মারাত্মক হুমকির মুখে।

ভূঞাপুর থেকে টাঙ্গাইলগামী আলতাফ হোসেন নামের এক যাত্রী বলেন, শুধু রৌহা ব্রিজ নয় এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত প্রায় সকল ব্রিজই মারাত্মক ঝুকিপূর্ণ। যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু ব্রিজগুলো এতদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামতের কোনো সাড়াশব্দ নেই।

সড়কে চলাচলকারী হারুন অর রশিদ নামের এক বাসচালক বলেন, এই সড়কের প্রায় সকল ব্রিজের অবস্থাই খুবই খারাপ। ব্রিজগুলোর উপরে গাড়ি নিয়ে উঠলে মনে হয় এখনই ভেঙে পড়ল।

কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, এই সড়কের অধিকাংশ ব্রিজ ঝুঁকিপূর্ণ হলেও মেরামত কিংবা সংস্কারে কোনো উদ্যোগ নেই। সড়ক ও জনপথ বিভাগের টাঙ্গাইলের কর্তৃপক্ষের তেমনটা ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের টাঙ্গাইলের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের রৌহা ব্রিজের পাটাতন উঠে যাওয়ায় সড়কে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি সাময়িক মেরামতের জন্য আমাদের লোক কাজ করছে। কাজ শেষ হতে কত সময় লাগবে সেটা বলা যাচ্ছে না।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

ফেসবুক মন্তব্য