নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকচাপায় ফরহাদ হোসেন (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধনবাড়ী কেন্দুয়া সড়কের পাইস্কা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে। তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে কেন্দুয়া থেকে ধনবাড়ী যাচ্ছিলেন ফরহাদ। পথে পাইস্কা ব্রিজের কাছে এলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।