মধুপুর সংবাদদাতা : অসংখ্য বন মামলার আসামি বনখেকো খ্যাত রাজারসকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানায় মধুপুর উপজেলা কাকড়াগুনি গ্রামের মৃত সাবান মারাকের ছেলে রাজারস সিমসাং (৪৫) এর বিরুদ্ধে অর্ধশতাধিক বন মামলা রয়েছে। তিনটি মামলার আসামী দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
রাজারসের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন যাবৎ তিনি মধুপুর বনাঞ্চলে সংরক্ষিত বন এলাকার বৃক্ষরাজি নির্বিচারে কেটে ধ্বংস করে চলছেন। বনকেটে গাছ পাচার করে অবৈধভাবে বন ভূমি দখল ও তার প্রভাবশালী অন্যের কাছে লিজ দেয়ারও মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।