ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



আত্মঘাতী হামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য প্রশ্নবিদ্ধ : মির্জা ফখরুল

Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আত্মঘাতী হামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য প্রশ্নবিদ্ধ। যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো সে কি নিজে আত্মহত্যা করবার জন্যই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে? বিভিন্ন এলাকায় ‘আত্মঘাতী’ হামলার ঘটনায় কেবল কথিত হামলাকারী নিহত হয়েছেন- এটাই আমাদের সন্দেহের কারণ।

মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিরসনে সরকার আন্তরিক নয়। নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে, ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। সাম্প্রতিক জঙ্গীবাদের উত্থানের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জঙ্গিবাদের সঙ্গে জড়িত ও এর মদদদাতাদের তাড়াতাড়ি খুঁজে বের করে রহস্য উন্মোচন করতে হবে।

শনিবার দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যুবদল আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর তোলা আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সফরে তিস্তার পানি নিষ্পত্তি হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই। তাহলে কি জন্য যাচ্ছি আমরা? আমরা কি শুধু তাঁদের সমস্যাগুলোর সমাধান করতে যাচ্ছি?। তিস্তার পানি চুক্তির নামে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না। ভারতের কাছ থেকে বাংলাদেশ যে এক ফোঁটা পানিও পাবে না তা পানিমন্ত্রির কথায় প্রমাণিত হয়েছে। তবে তিস্তার পানি চুক্তি ছাড়া দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি হলে মানুষ মেনে নেবে না।

ফেসবুক মন্তব্য