ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে জঙ্গিসহ বিভিন্ন অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারাই এ অপশক্তিকে মদদ দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের এতটা আশকারা পাওয়ার কথা ছিল না।
রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশটা আমাদের সবার আগে। দেশকে ধ্বংস করে, দেশের স্থিতি নষ্ট করে, আজকে যে অপশক্তিকে মদদ দেওয়া হচ্ছে, এই অপশক্তি ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারকে হটাতে জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও যুক্ত থাকতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।