নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ২৬ মার্চ রবিবার অত্র স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সিনিয়ন শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন খান, হাবিবুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর সরকার, সহকারি শিক্ষক সানজিদা শায়লা, জেবিন সুলতানা প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালের ২৬ মার্চের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্ভুদ্ধ করেন। ছাত্র-ছাত্রীদের প্রত্যেক জাতীয় দিবস সম্পর্কে জানা ও যথাযথভাবে পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে উক্ত দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।