নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে আফতাব উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আফতাব উদ্দিন স্মৃতি বৃত্তি ও আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সদরের যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলমাস উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠাটি উদ্বোধন করেন আফতাব উদ্দিন ফাউন্ডেশনের ট্রাষ্টি ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। এসময় যদুনাথ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো.আহসান উদ্দীন ও সহকারি শিক্ষক এস এম এরফান আলীকে আজীবন সম্মাননা ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষক শ্রী রমেন্দ্র নারায়ন শীল, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়া, শফিকুল ইসলাম সবুজ, বেগম মমতাজ খন্দকার, পারভেজ সাজ্জাত খান প্রমূখ।