নিজস্ব প্রতিনিধি, ঘাটাইল : ঘাটাইলের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক খদ্দের সহ মা-মেয়ে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ। গত রোববার রাতে ঘাটাইল পৌর এলাকার শান্তি মহল এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ঘাটাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের শান্তি মহলের নিজ বাসায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল মা ফাতেমা জামান শান্তি (৪২) এবং মেয়ে শারমিন শৈলি রীতি(১৯)। গত রোববার রাতে এলাকাবাসী এই বাসায় খদ্দের সহ মা মেয়েকে বাসার মধ্যে ঘেরাও করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক খদ্দেরের নাম আমিরুল ইসলাম বিদুৎ(৩০) সে ঘাটাইল উপজেলার চেংটা গ্রামের হজরত আলীর ছেলে। আটককৃতরা আসামাজিক কার্যকলাপ সহ মাদক ব্যবসা করে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।