নিজস্ব প্রতিনিধি, সখীপুর : সখীপুরের গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ৭ প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করেন।
তারা হলেন_ গজারিয়া ইউনিয়নে নুরুজ্জামান তালুকদার (স্বতন্ত্র) ও শামসুল আলম ইব্রাহিম (স্বতন্ত্র), দাড়িয়াপুরে চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) শাইফুল ইসলাম শামীম, আবদুস ছবুর (স্বতন্ত্র) ও সংরক্ষিত (নারী) সদস্য পদে রেহানা আক্তার।
অন্যদিকে হাতীবান্ধা ইউনিয়নের উপনির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত (নারী) সদস্য পদে পারুল আক্তার ও শিরিন আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।