ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Mountain View



সখীপুরে ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চা ও ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চা ও ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন, মিছিল-সমাবেশ করেছে খামারীরা।

মঙ্গলবার দুপুরে পৌর-শহরের মুখতার ফোয়ারা চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলার পোল্ট্রি শিল্প মালিক, পোল্ট্রি ডিলার ও পোল্ট্রি ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে উপজেলার পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান, পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদৎ হোসেন শাহজাহান, পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি মোশারফ হোসেন, জাহাঙ্গীর তালুকদার, খোকন শিকদার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ডিলার ও হ্যাচারি মালিকদের কারসাজির কারণে একদিন বয়সী ব্রয়লার ও লেয়ারের বাচ্চা সরকারি মূল্য ৩০/৩৫ টাকার স্থলে সিন্ডিকেটের মাধ্যমে ১৭০/১৮০ টাকায় খামারীদের কিনতে হচ্ছে। সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ায় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এতে অনেক খামার বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও সমাবেশে হুশিঁয়ারি দেন তারা।

ফেসবুক মন্তব্য