ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



সখীপুরে ৬৭টি স্কুলে ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

ইসমাইল হোসেন, সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলার ইন্দ্রারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটাররা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটপ্রদান কার্যক্রমে সহযোগিতা করেন।

দেশের জাতীয় নির্বাচনের মতো ক্ষুদে এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও ভোট দেওয়া হার ছিল লক্ষ্যণীয়।

নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রিড়া ও সংস্কৃতি এবং সহপাঠ কার্যক্রম, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরি, দিবস ও অনুষ্ঠান উদযাপনসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে ওই স্কুলের নির্বাচন কমিশনার দশম শ্রেণীর ছাত্র মো.সানোয়ার হোসেন জানান, ভোটাররা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

প্রার্থী দশম শ্রেণীর ছাত্র মো. মতিয়ার রহমান জানান, এ ভোট দেওয়ার কার্যক্রম আগামীতে নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

ভোটার সাব্বির জানান, আজকে এ ভোটের দিনে ঈদ ঈদ মনে হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, উপজেলাতে ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা ও ৪টি কারিগরি স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুক মন্তব্য