ঢাকা রবিবার, এপ্রিল ২, ২০২৩

Mountain View



ঘাটাইলে বিউবো প্রকৌশলীকে পেটালো ছাত্রলীগ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটাইল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতারা।

বুধবার সকালে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে সুরেশ চন্দ্র বাদী হয়ে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র ও থানার অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল পৌরসভায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। সে কারণে ঘাটাইল সদর জামে মসজিদের কাছে বিদ্যুতের একটি খুঁটি সরানো নিয়ে গত মঙ্গলবার বিকেলে ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানের সঙ্গে মোবাইলে নির্বাহী প্রকৌশলীর কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির জের ধরে বুধবার সকালে ছাত্রলীগ নেতা রবিউল আলম তমালের নেতৃত্বে ৭/৮ জন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা নির্বাহী প্রকৌশলীকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং মেঝেতে ফেলে দেয়। এ সময় তার পরনের শার্ট ছিঁড়ে ফেলে এতে তিনি আহত হন। তারা তার পকেটে থাকা ১৪হাজার ৫শত টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেছেন ওই প্রকৌশলী।

সুরেশ চন্দ্র পাল মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এসব সন্ত্রাসীরা ইতিপূর্বে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় মেয়রের সঙ্গে তার কথা কাটাকাটির বিষয়টি পুঁজি করে তারা এ ঘটনা ঘটাতে পারে।’

ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস ছাত্রলীগ নেতা রবিউল আলম তমাল বলেন, ‘বিদ্যুতের খুঁটি সরানো নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং অপ্রীতিকর ঘটনা ঘটে।’

ঘাটাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী অভিযোগ করেছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফেসবুক মন্তব্য