নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনেকাটা পড়ে মোছা মিয়া নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপলজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোছা মিয়া উপজেলার নগরবাড়ি ইউনিয়নের রামদেবপুর গ্রামে। তিনি টাঙ্গাইল সদরের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালিহাতীর সল্লা রেলক্রসিংয়ের সামনে মোটরসাইকেল রেখে মোছা মিয়া রেললাইনে দাড়িয়ে ফোনে কথা বলছিলেন। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিলক সিট ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাকশিস টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় বাকশিসের যুগ্ম সম্পাদক মো. আজাহার আলী কলেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।