ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



ঘাটাইলে কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে শিশুর মৃত্যু

Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোহোলা ইউনিয়নে শোক দিবসের কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে মাইনুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিশু উপজেলার যুগীহাটি গ্রামের হাসমত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বড় ভাই নাজমুল ইসলাম (৮)

আহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইল উপজেলার আনোহোলা ইউনিয়নের যুগীহাটি ওয়ার্ড মেম্বার লুৎফর রহমানের বাড়ির পার্শ্বে রাস্তার উপর গণভোজের খিচুড়ি রান্না হচ্ছিলো। এক পর্যায়ে দিনমজুর হাসমত আলীর দুই ছেলে মাইনুল ও নাজমুল সেখানে যায় খিচুড়ি খেতে। খিচুড়ি রান্নাবস্থায় চুলার পার্শ্বে অন্য শিশুদের সঙ্গে মাইনুলকে কাঁধে নিয়ে নাজমুল খেলছিল। এক পর্যায়ে কোনো এক শিশুর ধাক্কা লেগে নাজমুলের কাঁধ থেকে মাইনুল রন্ধনরত খিচুড়ির পাত্রে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে নাজমুলও খিচুড়ির পাত্রে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ওই দুই শিশুকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে শিশু মাইনুলের মৃত্যু হয়।

ফেসবুক মন্তব্য