টাঙ্গাইলের ২ স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার টাঙ্গাইল, কেয়ার ফাউন্ডেশন, এবং মির্জাপুরের লার্নএন্ডলিভ ফাউন্ডেশন এর উদ্যোগে বানভাসি অসহায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। একদল উদ্যমী তরুন সমাজকর্মীদের মাধ্যমে গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলের চর গাপসারা ইউনিয়নের ১০ টি গ্রামের প্রায় ১৫০টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ছিল, পানি ৪.৫ লিটার, চিড়া ১ কেজি, চিনি ১ কেজি, ডাল ৩৫০ গ্রাম, নাপা ১ পাতা, মেট্রো ১ পাতা, স্যালাইন ৪ টি। ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার টাঙ্গাইলের সভাপতি মোঃ আতিক উল্লাহ, কেয়ার ফাউন্ডেশন সভাপতি, মোঃ শরিফুল ইসলাম এবং ২ সংগঠনের অনান্য সদস্য।