ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Mountain View



চট্টগ্রামে গুমের ৫ দিন পর সাগর থেকে লাশ উদ্ধার

Print Friendly, PDF & Email

ট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া এলাকার ভ্যানচালক অর্জুন চন্দ্র নাথ গুম হওয়ার পাঁচদিন পর লাশ মিললো সাগরে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিরা ঘাটঘর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল বলেন, “রাতে খবর পেয়ে সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

উল্লেখ্য গত ২৮ আগস্ট সকালে অর্জুন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এর পর আর ফিরে আসেননি। তার স্ত্রী মণি নাথ পরদিন ২৯ আগস্ট সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মণি নাথ জানান, ২৮ আগস্ট সকালে তার স্বামী ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে বিকেল পর্যন্ত না ফেরায় মোবাইলে কল দেয়ার পর সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় কয়েকজন জানান, সকালে অর্জুনের সঙ্গে কয়েকজন যুবকের তর্ক-বিতর্ক হয়। পরে তাকে ধরে পাহাড়ের দিকে নিয়ে যায়।

নিহত অর্জুন নাথ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতপাড়া গ্রামের মৃত ননী গোপাল নাথের ছেলে।

ফেসবুক মন্তব্য