নিজস্ব প্রতিবেদক : আজ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো দিবসটি।
বৃদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর ড. মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাঙ্গণে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ এবং ক্যাম্পাসের গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।