ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে -ছানোয়ার হোসেন এমপি

Print Friendly, PDF & Email

টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন বলেছেন, আমাদের দেশ শান্তিময় দেশ। আমাদের দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ দূর হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনকে শিখিয়েছেন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। ভবিষ্যতে আমাদের দেশের কোন মানুষকে বাহিরের দেশে কাজ করতে যেতে হবে না। আমরা যখন দাঁড়াতে শিখেছি আমরা দৌড়াতেও পারবো। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে। আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দিবেন।

তিনি বলেন, যে কাজ করলে জনগণের উন্নয়ন হয়, আমরা তাই করি। আমাদের দেশ ভিক্ষুকের দেশ নয়। এবছরও ৩৫ কোটি ২০ লাখ বই শিক্ষার্থীদের মাঝে বিনামূলে বিতরণ করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে ১৬ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগে বিশ্ব ব্যাংকের নিয়মনীতি মেনে বাংলাদেশের ঋণ গ্রহণ করতে হতো, কিন্তু বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ি বিশ্ব ব্যাংক ঋণ দেয়। সাড়ে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা আখ্যায়িত হয়েছে। সুব্যবস্থা থাকার কারণে রোহিঙ্গারা গণহারে মারা যাচ্ছে না।

তিনি আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে আমরাও পারি।
তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা সরকারকে খালেদা জিয়া ভয় পায়। তারা আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে। দুর্নীতিবাজ পরিবার হিসেবে বিশ্বদরবারে আখ্যায়িত হয়েছেন। হাওয়া ভবন ও খোয়া ভবন বানিয়ে কোটি কোটি টাকা বাহিরের দেশে পাচার করছে। ২১ আগস্ট গ্রেনেট মেরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে হত্যা করতে চেয়েছিলো খালেদা জিয়া। বাংলাদেশে যারা অন্যায় করবে তাদের আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৬ জানুয়ারি শুক্রবার রাতে টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মো. ময়েজ উদ্দিনের বাসায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আরো বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকাদ্দেস আলী, ওই এলাকার সমাজসেবক মো. আব্দুস সবুর মিয়া, মো. ওয়ারেজ। মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মো. আক্কাস আলী, মো. আব্বাস উদ্দিন, মো. আনিছ মিয়া প্রমুখ।

পরে সদর আসনের এমপি ছানোয়ার হোসেন এনায়েতপুর গ্রামে সোনালী স্বপ্ন স্পোটিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন সোনালী স্বপ্ন স্পোটিং ক্লাবের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ।

ফেসবুক মন্তব্য