শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন । আজ রবিবার ( ২৮ জানুয়ারি) সকালে এলেঙ্গা পুরাতন ভূঞাপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কালিহাতী উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় ঘন্ট্যাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি ও সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সুদর্শন তালুকদার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন, এলেঙ্গা বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, স্বাশিপ কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক-কর্মচারী। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ফেসবুক মন্তব্য