টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ফাস্ট তীর এডভান্সড কাপ গলফ টুর্নামেন্ট আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) সমাপ্ত হয়েছে। ঘাটাইল গলফ ক্লাব ও সিটি গ্রুপ যৌথ ভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।
ঘাটাইলে ফাস্ট তীর এডভান্সড কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাপনী দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক। এসময় সিটি গ্রুপের মার্কেটিং ও সেল বিভাগের নির্বাহী পরিচালক মো. সোয়েব মো. আসাদুজ্জামানসহ সংস্থার কর্মকর্তা ও সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ঘাটাইল, যমুনা ও ময়মনসিংহ সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফারসহ শতাধিক গলফার বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লেঃ কর্ণেল ইমতিয়াজ বেষ্ট গ্রস ট্রফি অর্জন করেন মেজর নাজমুল।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক।