জাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইল জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাবিট ইয়ুত ফ্যাস্টিভ্যাল-২০১৮।
দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।
হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম, ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, চট্রগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেনিরুল ইসলাম, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।
হ্যাবিট এর দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ইয়ুভ ফ্যাস্টিভ্যাল স্থলে সৃষ্টি হবে এক মিলন মেলা এমনই আশা ব্যক্ত করেছেন হ্যাবিটের আয়োজনে থাকা ভলান্টিয়ার নাফিজুল ইসলাম রানা ।