টাঙ্গাইলের বাসাইলে ২ দিনব্যাপী শাহ সুফি নব্বেছ চান এর মেলার সমাপ্তি হয়েছে । বাসাইলের কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামে এই মেলা ৫ ও ৬ ফেয়্রারির অনুষ্ঠিত হয় ।
উক্ত মেলায় টাঙ্গাইল জেলার অনেক জায়গা থেকে সাধু সজ্জন, গোঁসাই, বাউল, পাগল ভক্ত অনুরাগিরা একত্র হয়েছিলেন ।
দুই দিনব্যাপি মেলায় চলে রাতভর বাউল গান। মেলায় উপস্থিত থেকে মেলা উপভোগ করেন টাঙ্গাইল পৌর মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মেয়র, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুছ ছালাম খান, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার সপ্না, তাসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকার আরিফুজ্জামান ফারুক,বোয়ালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু সাঈদ, বাসাইল উপজেলার ভাইচ চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি ।
প্রতি বছর এ মেলায় দর্শকদের প্রদাচরনায় মুখরিত হয়ে থাকে। উৎসব মূখর এ মেলা বাস্তবায়ণ কমিটির ও নব্বেছ চান দরবার শরীফের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহিম আহমেদ এ মেলার সার্বিক বিষয় বাস্তবায়ন করে থাকেন।