জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দুপুরে রায় ঘোষণার পর জেলা বিএনপির নেতা কর্মিরা মিছিল নিয়ে বেবি স্ট্যান্ড হয়ে শান্তিকুঞ্জ মোড় পর্যন্ত এলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়, এক পর্যায়ে বিএনপির নেতা কর্মিরা পুলিশের উপর ইট-পাটকেল ছোড়া শুরু করে। সহিংসতা এড়াতে শহর জুড়ে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।