ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



ঘাটাইলে তিন ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড

Print Friendly, PDF & Email

টাঙ্গাইলের ঘাটাইলে তিন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা তাদেরকে এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের শহিদুলের মেয়ে মোছা. সীমা (১৮), তালতলা গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে মাহমুদা (১৮) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের বুলবুল মিয়ার মেয়ে তানিয়া (১৮)।

পুলিশ জানায়, শনিবার শহরগোপীনপুর ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে সাধারণ গণিত পরীক্ষায় মনতলা ইসলামীয়া দাখিল মাদরাসায় ১৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল পরীক্ষার সময় ৯ জন ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়ার খবর জানতে পারেন। পরে ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই বাছাই করেন।

প্রবেশপত্র যাচাই বাছাইয়ের ভুয়া পরীক্ষার্থী প্রমাণ হওয়ায় ওই তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। তবে বাকি ৬ ভুয়া পরীক্ষার্থী কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। পরে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া এ ঘটনায় দায়িত্ব অবহেলায় পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত ২ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

সুত্রঃ আরিফ উর রহমান টগর

ফেসবুক মন্তব্য