ঢাকা রবিবার, এপ্রিল ২, ২০২৩

Mountain View



মার্কিন মতলবীদের হাত পা ঘুড়িয়ে দেওয়া হবে -এরদোগান

Print Friendly, PDF & Email

আবার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়াহবে। শনিবার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপির সদস্যদের এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এরদোগান এ হুমকি দেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে ক্ষমতাসীনদের এ সমাবেশে অনুষ্ঠিও হয় । খবর পার্সটুডের।

গত মাসে সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠীদের নিয়ে ৩০ হাজার সৈন্যের একটি আধা-সামরিক বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিল ওয়াশিংটন । ওয়াশিংটন এমন উদ্যোগে এরদোগান সরাসরি যুক্তরাষ্ট্র নাম উল্লেখ না করে বলেন, ‘সীমান্ত এলাকায় সন্ত্রাসী বাহিনী মোতায়েনের মাধ্যমে তারা আমাদের ভাই ও বোনদেরকে আলাদা করতে চাইছে। তারা নিজেদের স্বার্থে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করতে কার্পণ্য করছে না।’

তিনি বলেন, ‘ওয়াশিংটন হয়ত জানে না যে, তারা আমাদের সীমান্তে যে কাঠামো প্রতিষ্ঠা করতে চাইছে তা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।’

সিরিয়ার কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজিকে নিজেদের মিত্র হিসেবে বিবেচনা করে আসছে আমেরিকা। কথিত সিরিয়ার আসাদ বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ সন্ত্রাসীদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়েও সহায়তা করছে ওয়াশিংটন।

ফেসবুক মন্তব্য