ঢাকা শনিবার, জুন ৩, ২০২৩

Mountain View



আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হলো সৌম্যের

Print Friendly, PDF & Email

টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানকে সরিয়ে সেরা অলরাউন্ডারের জায়গায়টি দখল করেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল আছেন সেরা অবস্থানে। আর ৩২৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন দ্বিতীয় অবস্থানে। টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা অলরাউন্ডারের জায়গায়টি হারালেও টেস্ট ও ওয়ানডেতে ঠিকই সেরা অলরাউন্ডারের জায়গায়টি ধরে রেখেছেন সাকিব আল হাসান।

এদিকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। তিন ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় ২০তম অবস্থানে আছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩২ বল খেলে ৫১ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রান করে।

আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান এই ফরম্যাটে বোলাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। বিশ্ব ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে এই কীর্তি অর্জন করলেন ১৯ বছর বয়সী এই তরুণ। কিউই ব্যাটসম্যান কলিন মুনরো ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ উন্নতি করে শীর্ষে উঠে এসেছেন।

ফেসবুক মন্তব্য