‘টেলিভিশন নয় সম্পর্ক’ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল দেশের প্রথম ফিচারভিক্তিক বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় আনুষ্ঠানিক উদ্ধোধনী করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ। এর পরপরই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জমকালো উদ্বোধন অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার শুরু করে নাগরিক টিভি।
অনুষ্ঠানের শুরুতে আনিসুল হক ফাউন্ডেশনের উদ্বোধন করেন নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী,বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সাঈদ, নাট্যকার মমতাজ উদ্দিন আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা.আব্দুন নূর তুষার।