ঢাকা রবিবার, এপ্রিল ২, ২০২৩

Mountain View



মির্জাপুরে তিন শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা

Print Friendly, PDF & Email
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে তিন শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা মির্জাপুর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে পুলিশ ও অবরোধকারীদের সাথে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ সহ ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ শ জনের নামে মামলা করেছে।
এছাড়া সংঘর্ষ চলাকালে ৫ কর্মীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, স্থানীয় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে গত বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মী মিছিল শেষে মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৭ পুলিশ সহ ৩০ জন নেতাকর্মী আহত হন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের নামে মামলা করা হয়েছে।

ফেসবুক মন্তব্য