নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাওয়ালী ভাতকুড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করায় মাসুদ (২১) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এ দন্ডদেশ প্রদান করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা টাঙ্গাইল বার্তাকে জানান, স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে বখাটে মাসুদ উত্যক্ত করত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও একইভাবে উত্যক্ত করার সময় এলাকাবাসী তাকে আটকে রেখে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানাকে খবর দেন।
খবর পেয়ে নাসরিন সুলতানা ঘটনাস্থলে পৌছে তথ্য প্রমাণের ভিত্তিতে মাসুদকে ৬ মাসের কারাদন্ড দেন ।
ফেসবুক মন্তব্য