ডেস্ক রিপোর্ট : ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ৫টি মামলায় ৪ দিন করে মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার মহানগর হাকিম হাসিবুল হক মামলার তদন্ত কর্মকর্তাদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ছাত্রদলের সাবেক এই সভাপতিকে হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ এ শাহবাগ ও রমনা থানায় দায়ের করা ৫টি মামলায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। গত ২১ অক্টোবর তাকে খালেদা জিয়ার গাড়িবহর থেকে আটক করা হয়।
ফেসবুক মন্তব্য