ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



আগামীকাল জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল

Print Friendly, PDF & Email
ডেস্ক রিপোর্ট: আদালত অবমাননার দায়ে ৩ জামায়াত নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেল-জরিমানা করার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। আজ রবিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে ট্রাইব্যুনালের-২ রায়ে রবিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপিকে ৩ মাস করে কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ সপ্তাহ করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। আজ রবিবার সারা দিন সেলিম উদ্দিনকে ট্রাইব্যুনালে থাকতে হবে। ট্
রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য ও দেশে ‘গৃহযুদ্ধের’ হুমকি দেয়ার অভিযোগে অভিযুক্ত ওই ৩ জামায়াত নেতাকে জেল-জরিমানার আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

ফেসবুক মন্তব্য