
মুহা.জোবায়েদ মল্লিক বুলবুল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে এক কলেজছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ইন্টারনেটে ও মোবাইলে মোবাইলে ছড়িয়ে দেয়ায় আওয়ামী যুবলীগ নেতা ধর্ষক মকবুল হোসেন(২৮), মালিরচালা গ্রামের খালেক মিয়া(৪৫)’র প্রতিবেশী ছুনু তালুকদারের ছেলে সোহেল তালুকদার(২৬) ও ভিডিওম্যান নুর ইসলাম (২৬)দের বাড়ি শনিবার রাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সাংসদ আলহাজ আমানুর রহমান খান রানার দেয়া আল্টিমেটাম শেষ হলেও ধর্ষকদের পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় এলাকাবাসী ওই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানায়, স্থানীয় সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা ধর্ষিতা কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে আওয়ামী যুবলীগ নেতা ও ধর্ষক মকবুল, বাড়িওয়ালা খালেক মিয়া ও ভিডিওম্যান নুর ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। শনিবার রাত ১২ টায় ওই আল্টিমেটাম শেষ হওয়ায় ওইদিনই রাত ১২টার পর এলাকাবাসী একজোট হয়ে ধর্ষক ও তার সহযোগীদের বাড়ির বাইরের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তিন বাড়ির তিনটি ঘর পুড়লেও কোন হতাহত হয়নি।
প্রকাশ, ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মকবুল হোসেন(২৮) একই ইউনিয়নের ফুলমালির চালা গ্রামের কলেজ পড়–য়া এক মেয়েকে তার বাবা হার্টঅ্যাটাক করেছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। মালিরচালা গ্রামের খালেক মিয়ার বাড়িতে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। এ সময় ভিডিওম্যান নুর ইসলাম ধর্ষনের চিত্র ভিডিও ধারণ করে। পরে সেই চিত্র মোবাইলে ও ইন্টারনেটে ছেড়ে দেয় যুবলীগ নেতা মকবুল হোসেন।
ওই ঘটনায় ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে যুবলীগ নেতা মকবুল, বাড়িওয়ালা খালেক মিয়া ও ভিডিওম্যান নুর ইসলামকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
ফেসবুক মন্তব্য