ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



আশরাফুল ভক্তদের দাঁড়াতে দেয়নি পুলিশ

Print Friendly, PDF & Email
ক্রীড়া প্রতিবেদক: ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর মোহাম্মদ আশরাফুলের ‘কম শাস্তির’ দাবিতে সমর্থকদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ। ফেসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাবের উদ্যোগে রোববার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করতে গেলে আশরাফুল ভক্তদের সরিয়ে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে বিভিন্ন স্থান থেকে আশরাফুলভক্তদের ছোট ছাট দল ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন। তাদের ফেস্টুনে ‘আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট’; ‘আশরাফুলকে ক্ষমা করে দাও’; ‘আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে’- ইত্যাদি শ্লোগান লেখা দেখা যায়।

বিষয়টি বিসিবি ও আশরাফুলের দৃষ্টি আকর্ষণ করা হলে বিসিবি থেকে কোনো জবাব মেলেনি। তবে আশরাফুল জানিয়েছেন এটা ভক্তদের বিষয়। তারা যদি মানববন্ধ করতে চায় সেটা তাদের নিজস্ব ব্যাপার। আর পুলিশ বাধা দেয়া সঠিক নয়। যে কোনো নাগরিকের মানববন্ধ করা অধিকার রাখে।

ফেসবুক মন্তব্য