নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানার দায়ের করা দ্রুত বিচার মামলায় চার্জ শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ দিন ধার্য করেন।
মামলার অন্যতম আসামি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট আবেদ রেজাসহ গুরুত্বপূর্ণ আসামিদের পক্ষে সময় চেয়ে আবেদন করলে আদালত চার্জ শুনানির তারিখ পিছিয়ে দেন।
এ মামলার ১৪৮ নেতাকর্মীর মধ্যে ১২৮ জন জামিনে আছেন। বাকি ২০ আসামিকে বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসে অভিযান চালিয়ে ১৫৪ জন নেতকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান বিএনপি ও ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।