ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



সখীপুরে তিনটি করাতকল সীলগালা

Print Friendly, PDF & Email
টাঙ্গাইল বার্তা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস বীট অফিসের কয়েকশ গজ দূরে অবৈধ তিনটি করাতকল সীলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়ে ওই করাতকলগুলো সীলগালা করেন।

এ সময় করাতকল মালিক ফরিদ মিয়াকে অবৈধভাবে করাতকল পরিচালনা করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর দুই করাতকল মালিক নাজমুল হাসান ও মকবুলকে না পেয়ে তাদের করাতকলগুলো সীলগালা করা হয়।

ফেসবুক মন্তব্য