নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল :টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কলিয়া গ্রামে গত ১৬ মার্চ সকালে এক অপহরণেরঘটনা ঘটে। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুইটি আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রী অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহরণের অভিযোগে সুফিয়া বেগম (৪০) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে বাসাইল থানা পুলিশ।
জানা যায়, গত ১৬ মার্চ সকালে উপজেলার কলিয়া পূর্বপাড়ার মৃত আজাহার আলীর মেয়ে কলিয়া জুনিয়র হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুইটি আক্তার স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করে শফিকুল (২০) নামের এক বখাটে ।
পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পথে সুইটি আক্তারকে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায় বখাটে শফিকুল ও তার সঙ্গীরা। শফিকুল সখীপুরের লাঙ্গলিয়া গ্রামের খোরশেদের ছেলে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া জানান, এ ঘটনায় অপহরণকারীর মা সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত সুইটির চাচা কিতাব আলী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে।