আমানত হোসাইন মাসুম, সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০২টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এর মধ্যে সখীপুরের ৬৮টি কেন্দ্রের সব ক’টিই ও বাসাইলের ৪৯টির মধ্যে ৩৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। আগামী ২৯ মার্চ এ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দু’দিন আগে থেকেই নির্বাচনী এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ আসনে নারী-পুরুষসহ মোট ৩ লাখ ৭ হাজার ৩’শ ৮২ জন ভোটার রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস জানায়। নির্বাচনে দায়িত্ব পালন করতে ইতোমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়েছে। এ ছাড়া উপ-নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপে করতে গত শনিবার সখীপুরে প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা নির্বাচন অফিসার সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা, সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবা আখতার, সখীপুর প্রেসক্লাব সভাপতি মোসলেম আবু শফী, সাধারণ সম্পাদক শাকিল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন