ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



কবর হতে কঙ্কাল চুরি, একরাতে ১২টি কবরে খুড়াখুড়ি

Print Friendly, PDF & Email

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : মধ্যরাতে কবর  হতে কঙ্কাল চুরি হয়েছে। । মঙ্গলবার মধ্য রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১১টি গোরস্থানের কবর খুঁড়ে লাশের হাড়গোড় চুরি করে নিয়েছে দুস্কৃতিকারীরা।

উপজেলার হাবলা ইউনিয়নের গুল্লা গ্রামের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

৯নং হাবলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী জানান, সকালে স্থানীয় লোকজন একটি কবর খুঁড়া দেখতে পেয়ে গোরস্থানের ভিতরে যায়। এসময় তারা গোরস্থানে একে একে ১২টি কবর খুঁড়া দেখতে পায়। সেগুলো মধ্যে ১১টি কবর থেকে হাড়গোড় চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং একটিতে লাশ অক্ষত রয়েছে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল বার্তাকে জানান, রাতের আধারে কে বা কারা কবর থেকে মানব দেহের হাড়গোড় চুরি করেছে এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে এই চুরির সাথে বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য