ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



ঘাটাইলে সিএনজি চালকের লাশ ২১ দিন পর বাসাইল থানায় উদ্ধার, একজন গ্রেপ্তার

Print Friendly, PDF & Email

মোঃ আরিফ খান, ঘাটাইল সংবাদাতা : ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা গৌরাঙ্গী গ্রামের জামাল সরকারের ছেলে সিএনজি চালক জীবন(২০) এর লাশ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।

পুলিশ জানায় ঘাটাইল উপজেলায় কোলাহা গৌরাঙ্গী গ্রামের সিএনজি চালক জীবন (২০) এর ২১ মার্চ তারিখে ভাড়ায় সিএনজি নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে আর ফিরে আসেনি। ২৫মার্চ তার বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। অনেক খোজাখুজির ২০ দিন পর টাঙ্গাইল ঘারিন্দা থেকে পুলিশ সিএনজিসহ আল-আমিন (২০) নামে একজনকে আটক করে, তার বাড়ি টাঙ্গাইল জেলার বামনকুশিয়া গ্রামের কাশেমের ছেলে। তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় বাসাইল থানায় নাইকেন বিল এলাকার চাপড়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে আমরা গুমের মামলা নিয়েছিলাম এখন আমরা কোর্টে হত্যা মামলার জন্য প্রেয়ার দিব ।

ফেসবুক মন্তব্য