ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



বাসাইল উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ১৯ মে

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৯ মে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান,নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে এবং ভোটগ্রহণের তারিখ ১৯ মে।

সিইসি জানান, গত চার ধাপে দেশের মোট ৪৫৯টি উপজেলায় নির্বাচন হয়েছে। তবে আরো কিছু উপজেলায় আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন বাকি রয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পরে সেসব উপজেলায় নির্বাচন হবে।

ফেসবুক মন্তব্য