ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



বাসাইলে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ে অবহিতকরন সভা

Print Friendly, PDF & Email

1397995854.বাসাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে রোববার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহীন আরা বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমির হামজা, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুজ্জামান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান আরেফিন খানশুর সুজন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ সৎস্যজীবী প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ চন্দ্র। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ।

ফেসবুক মন্তব্য