নিজস্ব সংবাদদাতা, বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে সবুজ (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার করাতিপাড়া কবর স্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেদ খন্দকারের ছেলে এবং করাতিপাড়ার জোরান মিয়ার পোল্ট্রি ফার্মের কর্মচারী।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, সবুজের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার গলায় কালো দাগ থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পোল্ট্রি ফার্মের মালিক জোরান মিয়াকে আটক করা হয়েছে বলেও ওসি জানান। শীর্ষনিউজ