নিজস্ব সংবাদদাতা, বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনালিয়া গ্রামের ৪৪ নং রেল গেইট এলাকায় ঘটনাটি ঘটে।
৪৪ নং সোনালিয়া রেলক্রসিংয়ের গেটম্যান শহিদুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসটি ভোর সাড়ে ৪টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া এলাকা অতিক্রম করার সময় এক কিশোর ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার আনুমানিক বয়স ১৬ বছর। নিহতের পরিচয় পাওয়া যায়নি।