আল আমিন খান, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে কেয়া আক্তার (১৯) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর পূর্বে মির্জাপুর উপজেলার সল্প মহেড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে কেয়া আক্তারের সাথে বাসাইল উপজেলার আদাজান গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সৌদি প্রবাসী লাভলু মিয়ার সাথে বিয়ে হয়।
বিয়ের ছয়মাস পরেই স্বামী লাভলু মিয়া বিদেশে চলে যায়। মঙ্গলবার রাতে স্থানীয়রা লাশটি ঘরে বিছানার উপর ধন্যার সাথে অর্ধ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের মা হোসনে আরা বেগম জানান, কেয়ার ননদের স্বামী রাহাত হাসান টিপু দীর্ঘ দিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবের কথা মেয়েটি তার মাকে আগেই জানিয়েছিল। সে কুপ্রাস্তাবে রাজি না হওয়ায় টিপুই কেয়াকে হত্যা করেছে বলেও তিনি জানান।
বাসাইল থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।