ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Mountain View



মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান

Print Friendly, PDF & Email

একিউ রাসেল, বিশেষ সংবাদদাতা : মডেল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয় করণের দাবিতে মৌন মিছিল শেষে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করেছে উপজেলা সদরে নির্বাচিত মডেল বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীগণ।

tangail

আজ ১৫ মে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সড়কে মৌনমিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা সদরের নির্বাচিত মডেল স্কুল সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক শ.ম. জামাল হোসেনের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও গোপালপুরের সুতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক কালিহাতীর আরএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ.ম. জামাল হোসেন, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, সখিপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহ প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, মধুপুর রাণীভবানী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক লুলু, নাগরপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

ফেসবুক মন্তব্য